প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২০ , ৫:৩১:০৫ প্রিন্ট সংস্করণ
নকল টেলিভিশনসহ অন্যান্য ইলেকট্রনিকস নকল পণ্য বিক্রির অভিযোগে রাজধানীর গুলিস্তান সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে অভিযান পরিচালনা করছে র্যাব।
মঙ্গলবার বিকেল ৩টায় র্যাব-৩-এর সহযোগিতায় অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
তিনি জানান, অভিযানকালে এখন পর্যন্ত ছয়টি দোকানকে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের নকল টেলিভিশনসহ অন্যান্য ইলেকট্রনিকস পণ্য। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।