কে এম সাইফুর রহমান রহমান, গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জে পারস্পরিক শিখন কর্মসূচি (এইচএলপি) প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্প শীর্ষক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুন) সকালে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট’র (এনআইএলজি) আয়োজনে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিজি) -এর সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় জেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী এ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
বাংলাদেশে পারস্পরিক শিখন প্রতিষ্ঠানিকীকরণ প্রকল্প (এইচএলপি)’ শীর্ষক ‘অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ স্থানীয় সরকার-এর উপ-পরিচালক (ডিডিএলজি) আরিফুল ইসলাম।
এছাড়া স্বাস্থ্যবিধি মেনে প্রকল্পের উপ- প্রকল্প পরিচালক মনিকা মিত্র, সহকারি প্রকল্প পরিচালক মোঃ ইমরানুর রহমান, গোপালগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ মোঃ রেজাউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আব্দুর রহমান, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ এহসানুল হক, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দীপক চন্দ্র তালুকদার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আজিজ আল মামুন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আলিফ নূর, জেলাস্থ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, এনজিও এবং গণমাধ্যম প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ পারস্পরিক শিখন প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) মোঃ বোরহান উদ্দিন ভূঞা।
পরবর্তীতে প্রকল্পের উদ্দেশ্য, কর্মপরিধি এবং বিস্তারিত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনার মাধ্যমে কর্মশালাটি সমাপ্ত হয়।