ঢাকা

গোপালগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৪ , ৭:২৫:৩৪ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোপালগঞ্জ শহরে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। 

রোববার (১০ নভেম্বর)  দুপুর ১২ টার দিকে রাজধানী ঢাকার জিরো পয়েন্টে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন গনজমায়েতের ডাক দেওয়ার প্রতিবাদে গোপালগঞ্জ জেলা ছাত্রদল এই কর্মসূচি পালন করে। ছাত্রদল নেতা কর্মীরা গোপালগঞ্জ শহরের ডিসি রোড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কোর্ট এলাকায় গিয়ে শেষ করে।

বিক্ষোভ মিছিল শেষে আইনজীবী ভবনের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মিকাইল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ইমরুল কায়েস, গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রদল শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান ইভান আলী প্রমুখ।

আরও খবর

Sponsered content