প্রতিনিধি ৮ এপ্রিল ২০২০ , ৬:৪৭:৪৩ প্রিন্ট সংস্করণ
গোপালগঞ্জ প্রতিনিধি : করোনা ভাইরাস সংকট মোকাবেলায় গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের গঠিত তহবিল থেকে সদর উপজেলায় ঘরে থাকা অসহায়, কর্মহীন, দুস্থ্য এক হাজার পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পিয়াজ, লবন, তেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিকুর রহমান খানের নিকট এ সকল খাদ্য সামগ্রী তুলে দেন। নির্বাহী অফিসার পৌরসভা ও ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ। সাধারন সম্পাদক মাহবুব আলী খান জানান, পর্যায়ক্রমে সকল উপজেলায় খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।