প্রতিনিধি ৯ এপ্রিল ২০২০ , ৬:৪৯:৪৯ প্রিন্ট সংস্করণ
গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ নভেল করোনা (কোভিড-১৯) পরিস্থিতি মোকাবেলায় গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিমের নির্দেশে দরিদ্র, অসহায় ও কর্মহীন মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছেন গোপালগঞ্জ জেলা শহর আ’লীগের প্রচার সম্পাদক মোল্লা শরিফুল ইসলাম। দেশের করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশে ঘরে অবস্থানরত পৌরসভার ১নং ওয়ার্ডের প্রায় ৪শতাধিক পরিবারের মাঝে নিজ উদ্যোগে তিনি চাল, ডাল ও আলুসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন। সামাজিক দূরত্ব বজায় রেখে বুধবার রাতে প্রায় ৪০০ পরিবারের প্রত্যেকের ঘরে তিনি এ খাদ্যসামগ্রী পৌঁছে দেন। এ সময় গণমাধ্যমকে তিনি বলেন, দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খাদ্য সহায়তা প্রদানের এ কার্যক্রম তিনি চলমান রাখবেন ।