প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৪ , ৭:১৪:৪২ প্রিন্ট সংস্করণ
শনিবার (৯ নভেম্বর) জেলা শহরের ব্যাংকপাড়া পানির ট্যাংক এলাকার নব প্রতিষ্ঠিত ল্যান্ডমার্ক স্কুল অ্যান্ড কলেজের সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়টির কার্য নির্বাহী কমিটির সভাপতি ও গোপালগঞ্জ জনতা ব্যাংকের এজিএম মেহেদী মাহমুদের সভাপতিত্বে সুধী সমাবেশ শুরু হয় সকাল দশটার দিকে। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ এসকেন্দার আলী বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জের বিশিষ্ট আইনজীবী অ্যাড.সরদার নওশের উজ্জামান, গোপালগঞ্জের এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুন্সি গোলাম মর্তুজা, দৈনিক জবাবদিহির গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ মাহমুদ কবির আলী, শিক্ষক মো. আব্দুল্লাহ, গোপালগঞ্জের স্বর্ণকলি স্কুলের শিক্ষক গোপাল চন্দ্র কীর্তনীয়া প্রমুখ।