ঢাকা

গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

  প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৪ , ৮:০০:৩৬ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস’ ২০২৪ পালিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা-গড়বে আগামীর শুদ্ধতা’ – এ প্রতিপাদ্যে সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সু-শাসন চত্ত্বরে উপস্থিত সকলের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করা হয়েছে।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কের ওপর দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, দুর্নীতি দমন অফিসের উপ-পরিচালক মো. মশিউর রহমান সহ অনেকে বক্তব্য রাখেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মানিক।

সভায় বক্তারা বলেন, দুর্নীতি এখন সমাজের ক্যান্সার হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ যাতে ক্ষতিগ্রস্থ না হয়, তাই সকলকে দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে।

এ সময় জেলা সিভিল সার্জন ডা. মাছুদ রানা, সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ অধ্যাপক ওহিদ আলম লস্কার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার, গোপালগঞ্জ ২৫০ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবেতিষ বিশ্বাস, জেলা নির্বাচন কর্মকর্তা মুহম্মদ ফয়জুল মোল্লা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম সহ জেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content