ঢাকা

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২ শ্রমিক

  প্রতিনিধি ২৬ জুলাই ২০২০ , ৭:২৮:১৯ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২ শ্রমিক

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সিংগা ইউনিয়নে গত বৃহস্প

তিবার মাটি কাঁটার কাজ করতে গিয়ে বিদ্যুতের তার জড়িয়ে মোট ৫ জন শ্রমিক আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত সঞ্জয় সমাদ্দার ও গোবিন্দ মন্ডলকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যায় তারা মারা যান। নিহত সঞ্জয় সমাদ্দার ও গোবিন্দ মন্ডল ছিলেন তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। হঠাৎ তাদের মৃত্যুতে পরিবারগুলো অসহায় ও ঘোর অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে। এই সংকটময় পরিস্থিতির খবর পেয়ে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড.শেখ ফজলুল করিম সেলিমের কনিষ্ঠ পুত্র ব্যারিস্টার শেখ ফজলে নাঈম নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং দুর্ঘটনার কবলে পড়া মোট ৫ পরিবারের মাঝে এক মাসের খাদ্যসামগ্রী (চাল, ডাল, তেল, আলু, লবণ, পেঁয়াজ, মরিচ ও রসুন) সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দিয়ে আবারো মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। শুধু তাই না অসহায় ওই পরিবারগুলোর পাশে ভবিষ্যতে থাকবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২ শ্রমিক

এ বিষয়ে শহর যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আলম বলেন, তারুণ্যের আইকন, যুব সমাজের অহংকার, ব্যারিস্টার শেখ ফজলে নাঈম ভাই মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। শুধু দুই পরিবার নয়, যেকোনো সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন আমাদের প্রিয় নাঈম ভাই। তার প্রকৃত উদাহরণ করোনা পরিস্থিতির শুরু থেকে সরকারের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব তহবিল হতে গোপালগঞ্জের অসহায় ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে অকাতরে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ছিলেন।

এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে গোপালগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আলম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ছাত্রলীগ নেতা ফাহাদ সার্জিল, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সাধারন সম্পাদক কাজী পারভেজ, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মাসুম সহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content