ঢাকা

গোপালগঞ্জে বিনামূল্যে সাড়ে তিন লাখ শিশু, কিশোর – কিশোরী পাবে টাইফয়েড -এর ভ্যাকসিন

  প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৫ , ৮:০৬:৫০ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জে বিনামূল্যে সাড়ে তিন লাখ শিশু, কিশোর - কিশোরী পাবে টাইফয়েড -এর ভ্যাকসিন

শিশু, কিশোর-কিশোরীদেরকে সুরক্ষিত ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম “শীর্ষক প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশ -এর  আর্থিক সহায়তায় মিডিয়া কর্মীদের অংশগ্রহণের “টাইফয়েড ভ্যাকসিন” বিষয়ক জেলা পর্যায়ে শলা-পরামর্শ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বর্তমান সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী ১২অক্টোবর অনলাইনে আবেদনের মাধ্যমে এ টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। 

ইউনিসেফ বাংলাদেশ -এর সার্বিক সহযোগিতায় ক্যাম্পেইনটি যথাযথভাবে সফল করার লক্ষ্যে বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ “স্বচ্ছতা’য় জেলা তথ্য অফিস এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামারুজ্জামান। 

জেলা তথ্য কর্মকর্তা মো. সুলাইমানের সঞ্চালনায় জেলা সিভিল সার্জন ডা. আবু সাঈদ মো. ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক, জেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহুল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা. জ্যোৎস্না খাতুন, মেডিকেল অফিসার ডাঃ দিবাকর বিশ্বাস বক্তব্য রাখেন।

এ সময় সহকারী কমিশনার এস এস আমিরুল মোস্তফা, গোপালগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল ইসলাম সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু, কিশোর-কিশোরীদের অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। এই টিকা আর পার্শ্ব প্রতিক্রিয়া নেই। বাংলাদেশ ছাড়াও বিশ্বের অন্যান্য দেশে এই ভ্যাকসিন ব্যবহৃত হচ্ছে।

এ বছর জেলায় ৩ লাখ ৪৩ হাজার ৭৩ শিশু-কিশোর-কিশোরীদেরকে টিকা প্রদান করা হবে।  

আরও খবর

Sponsered content