ঢাকা

গোপালগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে আলোচনা সভা

  প্রতিনিধি ১ অক্টোবর ২০২০ , ৭:২৫:৩২ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ প্রতিনিধি : জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২০ উপলক্ষে গোপালগঞ্জে সাংবাদিকদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় গোপালগঞ্জ সিভিল সার্জন অফিসের আয়োজনে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মেডিকেল অফিসার ডাঃ এস এম সাকিবুর রহমান ক্যাম্পেইনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট কর্মকর্তা দীপঙ্কর রঞ্জন সরকার, জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী সহ পরিসংখ্যানবিদ মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। দেশজুড়ে করোনা পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত দুই সপ্তাহব্যাপী জেলার ৫টি উপজেলা ও ৪টি পৌরসভার বিভিন্ন এলাকায় স্থায়ী ও অস্থায়ী সহ মোট ১,৭১১টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সের ২৩,৪০৩ জন শিশুকে “নীল” রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ১,৪৭,৫৩৭ জন শিশুকে “লাল” রঙের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে গণমাধ্যমকে জানান জেলা সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ।

আরও খবর

Sponsered content