ঢাকা

গোপালগঞ্জে যুব উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত 

  প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৪ , ৭:১৬:১৯ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জে যুব উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত 

“দক্ষ যুব গর্বে দেশ–বৈষম্যহীন বাংলাদেশ” – এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ৩ মাস মেয়াদী পোশাক তৈরি প্রশিক্ষণ কোর্স (অক্টোবর – ডিসেম্বর /২০২৪) এবং  একমাস মেয়াদী ফ্রিল্যান্সিং/ আউটসোর্সিং ও ইয়ূথ কিচেন (রান্না) বিষয়ক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০ টায় গোপালগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান। 

এসময় উপস্থিত প্রশিক্ষণার্থীদেরকে উদ্দেশ্য করে প্রধান অতিথি বলেন, সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিজ পরিবারের আর্থসামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রেখে প্রিয় মাতৃভূমিকে সম্মানজনক স্থানে পৌঁছে নিতে সকলেই সচেষ্ট হবেন। সফলভাবে প্রশিক্ষণ নিয়ে আপনারা নিজেরাই নিজেদের ভাগ্যন্নোয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মো. গোলাম কবির। 

গোপালগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সায়াদ উদ্দিন আহম্মেদ মিরাজের সঞ্চালনায় প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মুহম্মদ মিজানুর রহমান, সহকারী কমিশনার মো. সেবগাতুল্যাহ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সাজেদুল হক। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক ও প্রশিক্ষনারীরা উপস্থিত ছিলেন।  

৩ মাস মেয়াদী পোশাক তৈরি প্রশিক্ষণ কোর্স এবং একমাস মেয়াদী ফ্রিল্যান্সিং/ আউটসোর্সিং ও ইয়ূথ কিচেন (রান্না) বিষয়ক প্রশিক্ষণ কোর্সে মোট ৩০০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের উপস্থিতির ভিত্তিতে সরকারি ছুটির দিন ব্যতীত প্রতি কর্ম দিবসে ১০০/ টাকা হারে ভাতা প্রদান করা হবে। 

আরও খবর

Sponsered content