ঢাকা

গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর -এর গণসংযোগ 

  প্রতিনিধি ১৯ মে ২০২৫ , ৭:২৩:১৯ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর -এর গণসংযোগ 

গোপালগঞ্জে জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর এডভোকেট আজমল হোসেন সরদার গণসংযোগ করেছেন। 

শনিবার (১৭ মে) বিকাল ৪ টায় গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ও মাঝিগাতী ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি এ গণসংযোগ করেন। 

দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি কাঠি ও মাঝিগাতী বাজারের বিভিন্ন দোকানে দোকানে গিয়ে সাধারণ ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন। গণসংযোগকালে তিনি বলেন, দেশের চলমান সংকট থেকে জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলের মধ্যে ঐক্য ও সংহতি স্থাপন এবং একটি শক্তিশালী ও স্থিতিশীল বাংলাদেশ গঠনের লক্ষ্যে আগামীতে আমাদের সকলের এক হয়ে কাজ করতে হবে। তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে আগামীতে একসাথে কাজ করার উদাত্ত আহ্বান জানান। 

এ সময় বাংলাদেশ জামাতে ইসলামীর গোপালগঞ্জ জেলা শাখার সাবেক আমীর ও বর্তমান ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক ‌এডভোকেট আহমেদ হোসেন সরদার সহ গোপালগঞ্জ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী ইজহার মহিবুল্লাহ প্রমুখ।

পরে কাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন  সহ শতাধিক মানুষ জামায়াতে ইসলামীর সমর্থক ফর্ম পূরণ করেন।

আরও খবর

Sponsered content