ঢাকা

গোপালগঞ্জ সদর থানায় অফিসার ইনচার্জ হিসেবে সাজেদুর রহমানের যোগদান 

  প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ৭:৪৪:৫১ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ সদর থানায় অফিসার ইনচার্জ হিসেবে মির মোহাম্মদ সাজেদুর রহমানের যোগদান 

গোপালগঞ্জ সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মির মোহাম্মদ সাজেদুর রহমান যোগদান করেছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তিনি অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। ঢাকা রেঞ্জের গোপালগঞ্জ জেলায় যোগদানের পূর্বে তিনি গাজীপুর হাইওয়ে রিজিয়ন এ পুলিশ পরিদর্শক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, সদর থানার সদ্য সাবেক অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমানের বদলিজনিত কারণে উক্ত পদে মির মোহাম্মদ সাজেদুর রহমান যোগদান করেন। গোপালগঞ্জ সদর থানার আওতাভুক্ত গোপালগঞ্জ পৌরসভা ও প্রতিটি ইউনিয়নে তিনি ন্যায় বিচার ও আইনের সুশাসন প্রতিষ্ঠা করবেন সেই সাথে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখবেন এমনটি প্রত্যাশা সাংবাদিক সহ সুশীল সমাজের নেতৃবৃন্দের। তার জন্য নিরন্তর শুভকামনা।

আরও খবর

Sponsered content