ঢাকা

গোপালগঞ্জ-২ আসনে শেখ সেলিমের মনোনয়নপত্র দাখিল

  প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৩ , ৭:৪৮:২০ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ-২ আসনে শেখ সেলিমের মনোনয়নপত্র দাখিল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০২ (গোপালগঞ্জ সদর ও কাশিয়ানী উপজেলার আংশিক এলাকা নিয়ে গঠিত, সংসদীয় আসন-২১৬) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব ড. শেখ ফজলুল করিম সেলিমের নির্বাচনী মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) দুপুর সোয়া ১ টার দিকে নির্বাচনী আচরণ বিধি অনুসরণ করে গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের নিকট বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীকে মনোনীত প্রতিদ্বন্দী প্রার্থী শেখ ফজলুল করিম সেলিমের পক্ষে তার আপন ছোট ভাই শেখ ফজলুর রহমান মারুফ ও নির্বাচনী চীফ এজেন্ট এড. রণজিৎ কুমার গামা-এর নেতৃত্বে নির্বাচনী এ মনোনয়নপত্র দাখিল করা হয়।

এসময় শেখ ফজলুল করিম সেলিমের কনিষ্ঠ্য পুত্র বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, জেলা আ. লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শেখ রুহুল আমিন, সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড. মুন্সী আতিয়ার রহমান, সহসভাপতি ও পৌর মেয়র শেখ রকিব হোসেন, সহসভাপতি

বীর মুক্তিযোদ্ধা শিকদার নূর মোহাম্মদ দুলু, বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ ইউসুফ, শেখ ফজলুল করিম সেলিমের একান্ত সচিব ইমরুল কায়েস, জেলা আ. লীগের 

যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান লিটন, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, প্রচার সম্পাদক এস এম নজরুল ইসলাম, সদর উপজেলা আ. লীগের সভাপতি কাজী লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আবু সিদ্দিক শিকদার, কাশিয়ানী উপজেলা আ. লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, পৌর আ. লীগের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক মো. আলীমুজ্জামান বিটু, যুবলীগের সাধারণ সম্পাদক এমবি সাইফ বি মোল্লা, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শুক্তি, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, সদর উপজেলা যুবলীগের সভাপতি জায়েদ মাহমুদ বাপ্পি সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ-০২ আসন থেকে এ পর্যন্ত ৭টি মনোনয়নপত্র বিক্রি হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত একমাত্র শেখ ফজলুল করিম সেলিমের মনোনয়নপত্র জমা পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উল্লেখ্য, আলহাজ্ব ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি বিগত ১৯৮৫ সাল থেকে গোপালগঞ্জ-২ আসনে ধারাবাহিকভাবে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটের ব্যবধানে পরপর ৮ বার জয়লাভ করেছেন। তিনি নির্বাচিত হয়ে এলাকার রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট নির্মাণ সহ ব্যাপক উন্নয়ন করেছেন।

আরও খবর

Sponsered content