প্রতিনিধি ১৭ জুন ২০২০ , ১২:৪৩:২৯ প্রিন্ট সংস্করণ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: প্রধানমন্ত্রী নির্দেশনা বাস্তবায়নের গাইবান্ধার গোবিন্দগঞ্জে বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন অসহায় মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক রওনক জামান। তিনি শনিবার দুপুরে উপজেলার তালুক কানুপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এবং সুন্দইল উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ২১৫টি অসহায় পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মাহমুদ হাসান মন্ডল মাসুদ, যুবলীগ নেতা তুহিন চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক রাহেদুল আলম, কৃষকলীগের আহŸায়ক খোরশেদ আলম, যুগ্ম আহবায়ক ফারুক সরকার, যুবলীগ নেতা লাবীব হাসান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিখন সরকারসহ অন্যরা।