প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২০ , ৪:৫৯:৩০ প্রিন্ট সংস্করণ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গোবিন্দগঞ্জ পৌর শাখার আয়োজনে এক কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ বিএনপি’র দলীয় কার্যালয়ে পৌর বিএনপি’র সভাপতি ফারুক আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহমুদুনন্নবী টিটুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান নাদিম। আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি রবিউল কবির মনু, সহ সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম, যুগ্ন সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, ৮ নং ওয়ার্ড পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সাজু মিয়া, পৌর যুবদলের সভাপতি ময়েন উদ্দিন লিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক দেবাশীষ কুমার চাকী কাজল, পৌর কৃষক দলের সভাপতি ডাবলু প্রধান প্রমুখ।