ঢাকা

গোবিপ্রবিকে সেশনজট মুক্ত করার সিদ্ধান্ত

  প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৫ , ৮:৪৮:২৫ প্রিন্ট সংস্করণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী এক বছরের মধ্যে সকল বিভাগের সেশনজট শূন্যের কোঠায় আনার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৩টায় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের সভাপতিত্বে তার অফিস কক্ষে এ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর ড. মো. সোহেল হাসান, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, সকল অনুষদের ডিন, হল প্রাধ্যক্ষগণ ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।

সভায় সেশনজট মুক্ত বিশ্ববিদ্যালয় গড়তে উপস্থিত সকলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিদ্যমান সঙ্কট নিরসনে উদ্যোগ নিয়েছে প্রশাসন।

আরও খবর

Sponsered content