প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২০ , ৭:০৬:০৯ প্রিন্ট সংস্করণ
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি যক্ষা হলে রক্ষা নাই এই কথার ভিত্তি নাই। এই শ্লোগান কে সামনে রেখে গতকাল সোমবার যক্ষা ও কুষ্ঠ বিভাগের আয়োজনে ডেমিয়েন ফাউন্ডেশন উদ্যেগে, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ উপজেলা যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রন সহকারী আঃ রাজ্জাক শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন জনাব ডাঃ আসিফ মাহমুদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোয়ালন্দ। বিষেশ অতিথি ছিলেন সরোজ কুমার বসু যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কর্মকর্তা রাজবাড়ি সদর উপজেলা, মুরাদ হোসেন যক্ষা নিয়ন্ত্রণ কর্মকর্তা ডেমিয়েন ফাউন্ডেশন ও সোহেল খান, গোয়ালন্দ উপজেলা।আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিভিন্ন ইউনিয়নের গন্য মান্য ব্যাক্তিবর্গ বৃন্দ।