প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২১ , ৭:১৫:১৬ প্রিন্ট সংস্করণ
সুপক রঞ্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
#ধারাবাহিক প্রতিবেদন
স্থানীয় সরকার নির্বাচনের ৪র্থ ধাপে ঘোষিত তফসিল মতে আগামী ২৩ ডিসেম্বর ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদে নির্বাচন হবে। বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীক চেয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আবেদন করেছেন ৫নং সহনাটী ইউনিয়ন হতে কয়েকজন। গণভবনে বৈঠকের পর ২৫ নভেম্বর আগে দলীয় সিদ্ধান্ত ঘোষণার ফলাফল প্রকাশিত হবে তা শোনা যাচ্ছে।
তাই নির্বাচনের মাঠে ভোটের চেয়ে বেশি লড়াই নৌকা পেতে। সাধারণ মানুষের একমাত্র জিজ্ঞাসা, কে পাচ্ছেন নৌকা প্রতীক? দলের মনোনয়ন না পেলে কে হবেন বিদ্রোহী? এ ইউনিয়নে বিএনপির কেউ স্বতন্ত্র প্রার্থী হচ্ছে না, তবে জাতীয় পার্টীসহ অন্যান্য দলের প্রার্থীরা লড়াই করবেন বলে শোনা যাচ্ছে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউপি চেয়ারম্যান পদে সম্ভব্য ও দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হলেন, বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, জাপা নেতা ও সাবেক চেয়ারম্যান মো. শামছুজ্জামান জামাল , সাবেক চেয়ারম্যান দুলাল আহাম্মেদ, ৫নং সহনাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রী রুহি দাস আচার্য্য, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন, ইউনিয়ন শাখার যুবলীগের সভাপতি মো সামছুল হক , গৌরীপুর উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহবায়ক সালাহ্ উদ্দিন কাদের রুবেল, সমাজসেবক ও জাকের নেতা মো. আব্দুল মোন্নাফ।
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে দলমত নির্বিশেষে তারা যোগ্য ও সৎ চরিত্রবান ব্যক্তিকেই চেয়ারম্যান নির্বাচিত করবেন।
বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল মান্নান বলেন, আমি ইউনিয়নের রাজনৈতিক, সামাজিক কর্মকান্ডসহ সকল কর্মকান্ডে দলের পাশে থেকে কাজ করে যাচ্ছি। নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণ করতে মনোনয়ন প্রত্যাশী হিসেবে রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রী রুহি দাস আচার্য্য, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন, ইউনিয়ন শাখার যুবলীগের সভাপতি মো সামছুল হক , উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহবায়ক সালাহ্ উদ্দিন কাদের রুবেল। জাতীয় পার্টীর নেতা ও সাবেক চেয়ারম্যান মো. শামছুজ্জামান জামাল এবং জাকের নেতা মো. আব্দুল মোন্নাফ দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে ইউপিতে সদস্য (মেম্বার) পদে নির্বাচন নির্দলীয় হওয়ায় তা নিয়ে পাড়ায়-মহল্লায় যথেষ্ট আগ্রহ দেখা যাচ্ছে। সম্ভাব্য মেম্বার প্রার্থীদের প্রচারণায় ভোটের উৎসব তৈরি হয়েছে।