দেশজুড়ে

গৌরীপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে স্বেচ্ছাসেবকদের সংবর্ধনা

  প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৪ , ৬:১৫:১০ প্রিন্ট সংস্করণ

গৌরীপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে স্বেচ্ছাসেবকদের সংবর্ধনা

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসন ও রক্তদান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) মানবিক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য ৬ জনকে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকে সংবর্ধনা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ।

সংবর্ধিতরা হলেন রাকিবুল হাসান রাব্বী, কাউসার আহমেদ নিলয়, জাহিদুল ইসলাম মুকিব, মোফাজ্জল হোসেন, আফরিনা আক্তার আশা, রাজিবুল হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রমজানুর আহম্মেদ নাজিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব, গৌরীপুর উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন, চন্দপাড়া মুক্ত স্কাউট গ্রুপের তরিকুল ইসলাম, গৌরীপুর সরকারি কলেজের রোভার ইফাত আরা শেখ, ক্লিন আপ গৌরীপুরের সমন্বয়কারী প্রভাত সরকার, তানজিনা আফরিন এ্যানি।

এছাড়াও বক্তব্য রাখেন রক্তদান ফাউন্ডেশনের সহসভাপতি ইমন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শিমুল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক তাহনিম আহমেদ সালমান, অর্থ সম্পাদক রাজিবুল হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সামিউল সোয়াদ, ব্যবস্থাপনা সম্পাদক রাকিবুল হাসান রাব্বী, সাংস্কৃতিক সম্পাদক অন্তরা রানী দাস, সমাজসেবা সম্পাদক রাকিবুল হাসান শান্ত, প্রচার সম্পাদক সুপ্রিয় নন্দ পাল, ক্রীড়া সম্পাদক জাহিদুল ইসলাম মুকিব, সহ সমাজসেবা সম্পাদক মোফাজ্জল হোসেন, আফরিনা আক্তার আশা, তাসফিয়া আক্তার তমা, লাবন্য জাহান মুক্তা, রৌওজাতুল জান্নাত, আতিকুল হাসান সানি, রানি আক্তার স্বর্ণা প্রমুখ।

আরও খবর

Sponsered content