প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৪ , ৭:৪৮:০২ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে চার ব্যবসায়ীকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ১১ নভেম্বর, সোমবার, ময়মনসিংহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মূল্য তালিকা এবং ক্রয় ভাউচার না থাকার, মেয়াদ উত্তীর্ণহীন ওষুধ সংরক্ষণ, এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের মতো অনিয়মগুলো চিহ্নিত করা হয়।
শুভ ডিমের আরত এবং চান মিয়া ডিমের আরতকে মূল্য তালিকা ও ক্রয় ভাউচার না রাখার কারণে তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।
কাজলা ফার্মেসিতে মেডিসিনের ফ্রিজে মাছ-মাংস রাখার পাশাপাশি মেয়াদ উত্তীর্ণহীন ওষুধ পাওয়ার অভিযোগে ফার্মেসিটিকে আট হাজার টাকা জরিমানা করা হয়।
কাজল বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে বাজা তেল দিয়ে বিস্কুট তৈরি, অন্য কোম্পানির মনোগ্রাম নিজের নামে ব্যবহার এবং বিএসটিআই এর অনুমোদনের কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় দশ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক আব্দুস সালাম জানান, ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের বাজার মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে চলবে।