প্রতিনিধি ১১ আগস্ট ২০২৪ , ৩:৪৫:০৮ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহের গৌরীপুরে জনগণের জানমালের নিরাপত্তা দিতে এবং আইন শৃঙ্খলার স্বাভাবিক অবস্হা ফিরিয়ে আনতে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর নাঈম হাসানের আহবানে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ এর কার্যালয়ে ( ১০ আগস্ট) শনিবার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সভায় মেজর নাঈম তার বক্তব্যে বলেন,সেনাবাহিনীর সদস্যরা সারা দেশের জনগণের জানমাল রক্ষা ও আইন শৃঙ্খলার স্বাভাবিক অবস্হা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে। আমরা সব রাজনৈতিক দল ও গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
সভায় আরও বক্তব্য রাখেন- গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এবং উত্তর জেলা বি এন পির সম্মানিত সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরন।
তিনি বলেন আমরা এখনও ক্ষমতায় আসি নাই। জনগণের ভোটে দেশে নির্বাচিত সরকার গঠন করা হবে।
বিএন পি গণতন্ত্রে বিশ্বাসী।
তাই নির্বাচিত সরকার গঠন করতে হলে জনগণের ভোটের প্রয়োজন,আমরা সব সময় জন গণের পাশে ছিলাম,আছি ও থাকবো। গৌরীপুরে বিশৃঙ্খলার ঠাঁই নাই। আমাদের দলের চেয়ারপার্সন থেকে শুরু করে দেশনায়ক তারেক রহমানের এর নির্দেশে দেশে আইনশৃঙ্খলার স্বাভাবিক অবস্হা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন নিজ দলের বা যে কেউ অথবা তৃতীয় কোন পক্ষ বিশৃঙ্খলার চেষ্ঠা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, আমি গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলাম এবং গৌরীপুর বিএনপির নেতৃত্বে রয়েছি।
প্রশাসন চাইলে আর আমাদের সহযোগিতায় থাকলে এক মিনিটে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ ও আইনশৃঙ্খলার স্বাভাবিক অবস্হা ফিরিয়ে আনা সম্ভব।
সভায় বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসনের লোকজন এবং গণ মাধ্যমের কর্মীরা উপস্হিত ছিলেন।