সুপক রঞ্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুর ২০২০-২১ অর্থ বছরে উপজেলা পরিষদ তহবিলের আওতায় মঙ্গলবার ৭ সেপ্টেম্বর উপজেলা পরিষদের পক্ষ থেকে গৌরীপুর উপজেলা অধিনস্ত বিভিন্ন ইউনিয়নের দূরবর্তী এলাকায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল, শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার, বিভিন্ন দফতরে প্রজেক্টর, শিক্ষা উপকরণ বই খাতা, কলম, সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে হারমোনিয়াম, তবলা ইত্যাদি উপহার সামগ্রী তোলে দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, গৌরীপুর উপজেলার চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ ও বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও সাংস্কৃতিক সংগঠন থেকে আসা শিক্ষক, অভিবাবক, ছাত্র,ছাত্রী সহ আরও অনেকে। উপস্থিত সকলে এই কার্যক্রমের জন্য উপজেলা প্রশাসনের ভুয়সী প্রশংসা করেন।