প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২১ , ৫:২৫:৩০ প্রিন্ট সংস্করণ
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর প্রেসক্লাবের নতুন ভবনের নিমার্ণ কাজ শুরু হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) এ কাজের উদ্বোধন করেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মারুফ।
এতে উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেসক্লাবের আহবায়ক ও ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য এইচ এম খায়রুল বাসার, সদস্য সচিব মশিউর রহমান কাউসার, সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য আরিফ আহম্মেদ, রাকিবুল ইসলাম প্রমুখ। এসময় দোয়া পরিচালনা করেন মাওলানা জাহাঙ্গীর কবির আকন্দ।
উল্লেখ্য ১৯৮১ সালে পুরনো জমিদার বাড়িতে গৌরীপুর প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়। সেই থেকে পুরনো ভবনে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। বর্তমানে ভবনটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় নতুন ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।