প্রতিনিধি ২০ মে ২০২০ , ৭:৩২:৩৫ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী প্রতিনিধি : ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে পটুয়াখালী জেলার কলাপাড়া ও রাঙ্গাবালি উপজেলার নিম্নঞ্চলের ৭৩০ঘর সহ ফসলি জমি প্লাবিত হয়েছে। ঘূর্ণিঝরের প্রভাবের ফলে ভ্যাপসা গরম, প্রবল বাতাস ও আমাবশ্যার কারণে স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৬ ফুট পানি বৃদ্ধি পাওয়ায় ঘর ও ফসলি জমি প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন স্ব স্ব উপজেলা প্রশাসন। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। প্লাবিত এলাকার সকলে সাইক্লোন শেল্টারে অবস্থান করছে।
এছাড়া খানখালী লোনদাখালে নৌকাডুবিতে সিপিরি’র ৪সদস্য ডুলে গেলে ৩জনকে উদ্ধার করাহয়েছে তবে টিম লিডার শাহআলম মীরকে এখনো উদ্ধার করা যায়নি।
পটুয়াখালীতে ৭৫৬ট আশ্রয়ন কেন্দ্রে প্রায়৩ লাখ ৮২ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। জুরুবি চিকিৎসা সেবার জন্য ৩২৫টি মেডিকিল টিম গঠন করা হয়েছে। ২০০ মেট্রিক টন চাল সহ ৩০০ প্যাকেট শুকনা খাবার এবং শিশু খ্যাদ্যের জন্য ২লাখ, গো খাদ্যের জন্য ২ লাখ ও সাধারন মানুষের জন্য ৩লাখ নগদ অর্থ রাখা হয়েছে বলে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী জানিয়েছে।
করোনা প্রদুর্ভাবের কথা চিন্তা করে আশ্রয় কেন্দ্র গুলোতে স্বাস্থ্যবিধির বিষয়ে সচেতন জেলা প্রশাসন। উপকূলের মানুষেরা ঘূর্ণিঝর ও করোনা পরিস্থিতি এই দূর্যোগকে নিয়ে চরম উৎকন্ঠার মধ্যে সময় অতিবাহিত করছে।
এদিকে উপকূল অঞ্চলগুলোতে মানুষ জনকে সচেতন করতে ব্যাপক প্রচার প্রচারনা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও রেড ক্রিস্টেন্টের সদস্যরা। যত সময় অতিবাহিত হচ্ছে ততই বাতাসের বেগ প্রবল আকার ধারন করছে উপকূল সহ সকল এলাকায়।