প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২০ , ৬:৫৪:১৭ প্রিন্ট সংস্করণ
কক্সবাজার প্রতিনিধি : চকরিয়া উপজেলার উত্তর হারবাংয়ের গয়ালমারা এবিসি ব্রীক ফিল্ডের পাশে পল্লী বিদ্যুতের সংযোগের তার নিয়ে যাওয়ার জন্য গাছের ডালপালা কাটা নিয়ে সংঘর্ষে নুরুল কবির (৬০) নামের একজনকে শরীরের বিভিন্ন স্থানে কিরিচ দিয়ে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। এসময় তাকে উদ্ধারে স্থানীয় কয়েকজন যুবক এগিয়ে আসলে তাদেরও লাঠিসোটা দিয়ে বেদড়ক মারধর করে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে গত শুকবার বেলা সাড়ে বারোটায়। এলাকাবাসী জানায়, এবিসি ব্রীকফিল্ড এলাকায় পল্লী বিদ্যুতের নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দুটি ট্রান্সফরমার স্থাপনে ও তারে অসংখ্য গাছ পেছানো থাকায় এলাকাকে ঝুঁকিমুক্ত করতে পল্লী বিদ্যুতের লোকজনকে খবর দিয়ে আহত ব্যক্তি ও অন্যরা উপস্থিত থেকে গাছের ডালপালা কেটে ফেলে। খবর পেয়ে গাছের মালিক দাবীদার স্থানীয় মৃত আব্দুর রহমানের পুত্র নুরুল আলম (সুদীহ আলম), তার ছেলে সাহেদুল ইসলাম, স্ত্রী ছেনুয়ারা বেগম, মৃত নুরুল ইসলামের পুত্র জসিম উদ্দিন, ও মানিক সহ অন্তত ১০-১২ জন লোক আহত ব্যক্তি ও অন্যন্যাদের উপর অতর্কিত হামলা করে এক পর্যায়ে মৃত আব্দুল মোতালেবের পুত্র আহত নুরুল কবির (৬০) কে মাথা, গর্দান ও কোমরে এলোপাতাড়ি কিরিচ দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। মূমুর্ষ অবস্থায় নুরুল কবিরকে প্রথমে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রæত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। বর্তমানে সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয় নিয়ে আহতের পরিবারের লোকজন চকরিয়া থানায় রাত আটটা নাগাত মামলার প্রস্তুতি নিচ্ছিলো বলে জানা যায়।