চট্টগ্রাম ব্যুরো ২ সেপ্টেম্বর ২০২৩ , ৬:৫৪:০৪ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন এলাকা থেকে চুরি যাওয়া একটি পিকআপসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার (২ সেপ্টেম্বর) ভোরে একজনকে কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার এলাকা থেকে পিকআপসহ একজন এবং অন্যজনকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুইজন হলেন কবির মিয়া (৩৮) ও মো. কাউসার (২৭)।
পুলিশ জানায়, গত ২ আগস্ট রাতে কোতোয়ালি থানাধীন পাথরঘাটা ব্যাপিস্ট মিশন রোড থেকে একটি পিকআপ চুরি হয়ে যাওয়ার অভিযোগ করে এক ভুক্তভোগী। পরবর্তীতে তার লিখিত অভিযোগের প্রেক্ষিতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তথ্য প্রযুক্তির সহায়তায় গাড়িটির অবস্থান শনাক্ত করে কুমিল্লা জেলার বাঙ্গরা বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, একমাস আগে চুরি যাওয়া পিকআপটি উদ্ধার করা হয়েছে এবং জড়িত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হয়েছে।