প্রতিনিধি ২৪ জুলাই ২০২০ , ৭:৫১:৫৮ প্রিন্ট সংস্করণ
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে পুকুরের পানিতে ডুবে মো. রিয়াদ (৭) নামের এক শিশু সন্তানের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরের হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটে উপজেলার বাগোয়ান ইউনিয়নের গরীব উল্লাহ পাড়ায়। শিশু রিয়াদ এলাকার আক্কেল আলী মেম্বার বাড়ির আবদুল মাবুদের ছেলে। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার দুপুর আনুমানিক একটার দিকে পরিবারের সদস্যদের অগোচরে শিশু রিয়াদ বাড়ির পুকুরে পড়ে যায়। পরে দীর্ঘক্ষণ খোজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে শিশু রিয়াদকে উদ্ধার করে নোয়াপাড়াস্থ পাইওনিয়ার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রিয়াদ নোয়াপাড়া তাহেরীয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষার্থী। তার অকাল মৃত্যুতে পরিবারের সদস্যদের বুকফাঁটা আর্তনাদে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। উল্লেখ্য রাউজানে ইতিপূর্বেও পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যুর বেশ কিছু ঘটনা ঘটে।