প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৩ , ৫:১৪:৫০ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন আমিন কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।
বুধবার (৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ (এম.পি)কে সাথে নিয়ে আগুনে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে গিয়ে এসব পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান করেন আ জ ম নাছির। এসময় ক্ষতিগ্রস্থদের সরকারি তহবিল থেকেও আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন সাংসদ নোমান আল মাহমুদ।
পরিদর্শনের সময় ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলী, ৪৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক এম ইলিয়াস সরকার, গ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম জে আবেদিন লিটন, ক ইউনিট আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক আ. রহমান, বি ইউনিট সভাপতি ফয়েজ ভূইয়া, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ ও ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।