চট্টগ্রাম

চট্টগ্রামে ‘আইজিপি শিক্ষাবৃত্তি’ পেলো ১৭ শিক্ষার্থী

  প্রতিনিধি ২২ মে ২০২৫ , ৮:০১:৩৬ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে ‘আইজিপি শিক্ষাবৃত্তি’ পেলো ১৭ শিক্ষার্থী

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি (বিআরপিওডব্লিউএ) কর্তৃক ১৭ জন কৃতি শিক্ষার্থীকে ‘আইজিপি শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে ) দুপুরে দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সম্মেলন কক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন সিএমপি কমিশনার হাসিব আজিজ ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); বিআরপিওডব্লিউএ, চট্টগ্রাম শাখার সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মো. আল্লাহ্ বকশ; সিএমপি স্কুল এন্ড কলেজের পরিচালক; কৃতি শিক্ষার্থীদের অভিভাবকগণ ও শিক্ষকবৃন্দ।

বিআরপিওডব্লিউএ দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কল্যাণে কাজ করে আসছে এবং তাদের পরিবারের সদস্যদের শিক্ষা ও উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। এই শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান তারই একটি অংশ। অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং তাদেরকে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

আরও খবর

Sponsered content