চট্টগ্রাম

চট্টগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

  প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৫ , ৭:৪০:১৬ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম জেলা জেলা প্রশাসনের আয়োজনে সোমবার যথাযথ গুরুত্বের সাথে “আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫” উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসের শুরুতে জেলা প্রশাসনসহ সরকারী দপ্তরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারী, এনজিও কর্মী, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রীসহ সাধারণ জনগণসহ প্রায় ৫শ-৬শ জনের অংশগ্রহণের উপস্থিতিতে চট্টগ্রাম নগরীর ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে ফিরোজশাহ সিটি কর্পোরেশন বলিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন হতে ফিরোজশাহ মিনার পর্যন্ত এক বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করা হয়। র‌্যালি পরবর্তী অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভার শুরুতে দুর্যোগ বিষয়ক স্বাগত বক্তব্য প্রদান করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম। পরর্তীতে এনজিও কর্মী, ফায়ার সার্ভিস, গণমাধ্যমকর্মী হতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করা হয়।

আলোচনা সভার প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন বলেন, চট্টগ্রাম জেলায় প্রতিবছর বর্ষা মৌসুমে অতিবর্ষণের ফলে যে সকল স্থানে পাহাড়ধস ও নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় সেখানকার জনগণকে তাৎক্ষণিক পানীয় জলের সমস্যা নিরসন ও বিশুদ্ধ পানি সরবরাহের জন্য টিউবওয়েল স্থাপন, স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান। এছাড়া তিনি আরোও বলেন বিগত বছরেও পাহাড় ধসে এ জেলায় অনেক লোক হতাহত হয়।

তাই এ কারণে যাতে প্রাণহানি না ঘটে সে জন্য বর্ষার পূর্বেই পাহাড়ের পাদদেশে অবস্থানরত লোকদের তালিকা করে জেলা কার্যালয়ে দাখিল এবং অতিবর্ষণ হলে অন্যত্র নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে পরামর্শ দেন এবং পাশাপাশি দুর্যোগকালীন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত জনগণকে মাইকিং এর মাধ্যমে সতর্কীকরণ ও নিরাপদ স্থানে তাদের সরিয়ে নেয়ার জন্য উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও সকল এনজিও কে অনুরোধ করেন।

পরিশেষে উক্ত অনুষ্ঠানের সভাপতি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ছাইফুল্লাহ মজুমদার উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার সমাপ্তি ঘোষণা করেন।

আরও খবর

Sponsered content