চট্টগ্রাম

চট্টগ্রামে ঈদ-উল আযহার প্রধান জামাত সকাল ৮টায়

  প্রতিনিধি ২৫ জুন ২০২৩ , ৮:৫০:৪৪ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ব্যুরো :

চট্টগ্রামে ঈদ-উল আযহার প্রধান জামাত নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। রবিবার (২৫জুন) চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ঈদ জামাত প্রস্তুতি কমিটির সভায় এই সিন্ধান্ত গৃহীত হয়।

উক্ত সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রাকিব হাসান। সভায় স্বাগত বক্তব্য রাখেন কমিটির সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ ডা. আবদুল করিম। এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি শাহজাদা মো. এনায়েত উল্লাহ খান, অধ্যক্ষ আল্লামা ড. সাইয়েদ আবু নোমান, ইরফান আলী ভূইয়া, ডা. মো. আকতার হোসেন ভুট্টো, মো. আশরাফুজ্জামান আশরাফ, মীর ফজলে আকবর শাহজাহান, টি.এম মাহবুব, ট্রেজারার সালেহ আহমেদ সুলেমান।

সভায় এবারের ঈদের প্রধান জামাতে ইমামতির দায়িত্ব পূর্বের ন্যয় বায়তুশ শরফ আদর্শ সিনিয়র কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা ড. সাইয়েদ আবু নোমান পালন করবেন বলে সিন্ধান্ত গৃহীত হয়। কমিটির আওতাভুক্ত নগরীর অপর ৯৩টি আঞ্চলিক ঈদগাঁসমূহের ঈদুল আজহা নামাজের সময়সূচি এবং ঈমাম পূর্বের ন্যায় স্থানীয় কমিটির সিন্ধান্ত অনুসারে হবে বলেও জানানো হয়।

আরও খবর

Sponsered content