প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৩ , ৪:২২:১৮ প্রিন্ট সংস্করণ
শিপিং জগতে ফরওয়ার্ডিং মালিকদের সমন্বয়ে গঠিত ফ্রেইট ফরওয়াডার্স ক্লাব, চট্টগ্রাম (২০২৩-২০২৫) এর নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান শনিবার (১৪ অক্টোবর) জমকালো আয়োজনের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।
সংগঠনের আহ্বায়ক মীর রিয়াজুল হোসেন টিপুর সভাপতিত্বে ও লায়ন শেখ মোঃ সামিদুল হকের সঞ্চালনায় সংগঠনের দুই বছর মেয়াদী নতুন কার্যকরী পরিষদ (২০২৩-২০২৫) ঘোষনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে রোটারিয়ান আলহাজ¦ এম.এ মান্নান পাটোয়ারী (সভাপতি), মীর রেজুয়ান হোসেন টিপু (সিনিয়র সহ সভাপতি), মোহাম্মদ নাসির উদ্দিন (সহ-সভাপতি), শওকত ইকবাল (সাধারণ সম্পাদক), আরিফুল আলম মজুমদার (যুগ্ম-সাধারণ সম্পাদক) মোঃ মহিউদ্দিন মুন্সী (সাংগঠনিক সম্পাদক), মোয়াজ্জেম হোসেন মজুমদার মুন্না (অর্থ সম্পাদক), মোঃ জহির হোসেন (দপ্তর সম্পাদক), লায়ন শেখ মোঃ সামিদুল হক (প্রচার, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক) শিউলী আক্তার মুন্নী (মহিলা সম্পাদিকা), মোঃ আলতাফ উদ্দিন (কার্যনির্বাহী সদস্য) হিসেবে নির্বাচিত হয়ে শপথ গ্রহন করেন।
উক্ত অনুষ্ঠানে ক্লাবের অন্যান্য সম্মানীত সদস্যরা উপস্থিত ছিলেন।