চট্টগ্রাম

চট্টগ্রামে ফ্লাইওভারে কাভার্ডভ্যান দুর্ঘটনা

  প্রতিনিধি ২০ মে ২০২৫ , ৭:৪২:৫৯ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে ফ্লাইওভারে কাভার্ডভ্যান দুর্ঘটনা

চট্টগ্রাম শহরের আখতারুজ্জামান ফ্লাইওভারের উচ্চতা প্রতিবন্ধকের সঙ্গে সজোরে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে গেছে একটি কাভার্ডভ্যানের সামনের অংশ। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। খবর পেয়ে কাভার্ডভ্যানটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাইওভারের দুই নম্বর গেট বায়েজিদ লুপের মুখে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে একটি মালবাহী কাভার্ডভ্যান ফ্লাইওভারের বায়েজিদ রোডে যাওয়ার মুখে উচ্চতা প্রতিবন্ধকের সঙ্গে ধাক্কা লাগে। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ফ্লাইওভারের উচ্চতা প্রতিরোধকের কিছু অংশ ভেঙে যায়। এ সময় ওই রোডে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

এবিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শামীম হোসেন বলেন, একটি কাভার্ডভ্যান দুর্ঘটনাটি ঘটিয়েছে। ঘটনাস্থলে ট্রাফিক পুলিশের পাশাপাশি থানা পুলিশও কাজ করছেন। রেকার দিয়ে কাভার্ডভ্যানটি সরানো হয়েছে। এখন যানচলাচল স্বাভাবিক হয়েছে।

আরও খবর

Sponsered content