চট্টগ্রাম

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে বাঁশখালীর যুবকের মৃত্যু

  প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৪ , ৩:১২:৩২ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে বাঁশখালীর যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরীর মুরাদপুর রেলগেট এলাকায় ফেক্সের দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাঁশখালীর মো. খালেদ বিন রশিদ (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিৎ করেছেন তার সম্পর্কিত এক চাচাতো ভাই মো. সাকিব।

সোমবার (১৪ অক্টোবর) বেলা ১টার দিকে ওই দোকানে বিদ্যুৎ সুইচ দিতে গিয়ে অসতর্কতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হলে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় লোকজন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মো. খালেদ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের পূর্ব ইলশা হাজী মোহাম্মদ মিয়া কন্ট্রাক্টর বাড়ীর মাওলানা রশিদ আহমদের ছেলে।

নিহতের চাচাতো ভাই মো. সাকিব বলেন, ‘নগরির মুরাদপুর রেলগেট এলাকায় মো. খালেদ ফেক্সের দোকানে চাকরি করতো। সেখানে ঘটনার দিন দুপুরে বিদ্যুৎ সুইচ দিতে গিয়ে অসতর্কতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরবর্তী চমেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়। ময়নাতদন্ত শেষে নিহতের লাশ বাড়িতে নিয়ে আসা হয়। আজ মঙ্গলবার সকাল ১০টায় বাঁশখালীস্থ তার নিজ এলাকায় জানাযার নামায সম্পন্ন হয়।

আরও খবর

Sponsered content