প্রতিনিধি ১৪ আগস্ট ২০২৩ , ৭:৪৫:১১ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের কর্ণফুলী থানার মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার হওয়া মোঃ রিফাত
কক্সবাজারের চকরিয়া উপজেলার দরবেশকাটা এলাকার মো. বাবুলের ছেলে।
গতকাল রবিবার (১৩ আগস্ট) নগরীর হালিশহর থানার ঈদগাঁও থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, ২০২০ সালে ২০ নভেম্বর কর্ণফুলী থানা এলাকা থেকে রিফাতকে ১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তার বিরুদ্ধে সংস্থাটির একজন কর্মকর্তা বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা দায়ের করেন।
পরে ওই মামলায় জামিনে গিয়ে পলাতক হন আসামি রিফাত। এ অবস্থায় তাকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও এক বছর কারাদন্ড দেন আদালত।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি রিফাতকে গ্রেপ্তার গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়। একপর্যায়ে রবিবার তাকে নগরীর হালিশহর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।