চট্টগ্রাম

চট্টগ্রামে লায়ন্সের বণাঢ্য র‌্যালী

  প্রতিনিধি ২ অক্টোবর ২০২৪ , ৬:৫৫:৩১ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে লায়ন্সের বণাঢ্য র‌্যালী

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর উদ্যোগে অক্টোবর সেবা মাসকে সামনে রেখে এক বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) বিকালে নগরীর জিইসি মোড় থেকে শুরু হয়ে র‌্যালীটি চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে লায়ন্স ও লিওরা বর্ণিল সাজে অংশগ্রহণ করেন। র‌্যালিটি সড়ক প্রদক্ষিণকালে সাধারণ মানুষ উন্মুখ করতালি দিয়ে অভিবাদন জানান।

র‌্যালি উদ্বোধনের প্রাক্কালে লায়ন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল বলেন, লায়ন্সরা সারাবছরই সেবা কার্যক্রমে ব্যস্ত থাকেন। তারপরও অক্টোবর মাসজুড়ে বিশেষ সেবা কার্যক্রমের মাধ্যমে এতে গতিশীলতা বাড়ানো হয়। আর র‌্যালীর মাধ্যমে সাধারণ মানুষকে সেবায় ব্রতী হওয়ার অনুপ্রেরণা যোগানো হয়।

এতে বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তণ জেলা গভর্নর লায়ন এমডিএম মহিউদ্দিন চৌধুরী, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম ভাইস গভর্নর লায়ন মোসলে উদ্দিন আহমেদ অপু, ২য় ভাইস জেলা গভর্নর কামরুজ্জামান লিটন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গভর্নর লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন আল সাদাত দোভাষ, লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী।

র‌্যালি কমিটির চেয়ারম্যান ডা. আব্দুল্লাহ আল হারুনের সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন নুরুল আলম বাচ্চুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, লায়ন ইমতিয়াজ ইসলাম, লিও ক্লাব চেয়ারম্যান বদিউর রহমান, লিও ইউথ এক্সচেঞ্জ লায়ন শাহাজালাল প্রমূখ।

চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন প্রাঙ্গণে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে র‌্যালীর সমাপ্তি ঘটে। এসময় র‌্যালীতে অংশগ্রহণকারী লিওদের মধ্য থেকে বিভিন্ন থিমের ওপর সাজসজ্জায় অংশ নেয়ায় ১০টি ক্লাবকে পুরস্কৃত করা হয়।

আরও খবর

Sponsered content