প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২৪ , ৬:৫৫:৫৬ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম নগরীর বায়েজীদ থানাধীন হিলভিউ এলাকায় আওয়ামী লীগ নামধারী এক ভূমিদস্যুর কবল থেকে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা দখল মুক্ত করতে মানববন্ধন ও গণ-সমাবেশ করেছে এলাকার সাধারণ জনগণ।
মানববন্ধনে বক্তারা বলেন, আলিনগর এলাকায় অবস্থিত ফোরকানিয়া মাদ্রাসা, বয়স্ক শিক্ষা কেন্দ্র, প্রাথমিক শিক্ষা কেন্দ্র, লাশ ধোয়ার ঘর, সমাজ কল্যাণ ক্লাব, সামাজিক বিশুদ্ধ পানি সরবরাহের ট্যাংক, সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান এবং দোকান-পাট দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের ছত্রছায়ায় দলের নাম ভাঙ্গিয়ে মফিজ চাঁন নামের একজন ভূমিদস্যু জবরদখল করে রাখে। শেখ হাসিনা সরকারের পতনের পর ভূমিদস্যু মফিজ চাঁন আত্মগোপনে গেলেও তার অনুসারীরা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বীরদর্পে। তাদের কাছ থেকে এসব প্রতিষ্ঠান দখলমুক্ত করা সময়ের দাবি বলে বক্তারা উল্লেখ করেন।
সমাবেশে আলীনগর শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি বশির সওদাগর ও আলিনগর শ্রমজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবু তাহেরসহ আরও অনেকে বক্তব্য রাখেন। এতে উপস্থিত ছিলেন সাত্তার সওদাগর, জাকির হোসেন খান, বিবি সাফিয়া, নুরজাহান বেগমসহ ওই এলাকার আপামর জনগণ।