চট্টগ্রাম

চট্টগ্রামে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

  প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২৩ , ৬:১২:৫৩ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে চেকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক থাকা এক আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার চেক প্রতারণা মামলায় গ্রেপ্তার হওয়া মাহমুদুল হাসানকে (৫৬) কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন ভারেল্লা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে চেক মামলায় মাহমুদুল হাসানকে ২ বছর ৬ মাস বিনাশ্রম কারাদন্ড দেন আদালত। এছাড়া তার বিরুদ্ধে আরও চারটি চেক প্রতারণা মামলা আদালতে বিচারধীন রয়েছে।

উল্লেখ্য, আসামি মাহমুদুল হাসান পাঁচলাইশ থানাধীন নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে বসবাস করে বিভিন্ন ব্যবসা পরিচালনা করতো। তিনি ব্যবসার জন্য পূবালী ব্যাংক, আগ্রাবাদ শাখা থেকে লোন নিয়ে যথাসময়ে পরিশোধ না করে আত্মগোপন করেছিলেন।

আরও খবর

Sponsered content