চট্টগ্রাম

চট্টগ্রামে স্বর্ণালঙ্কার চুরি মামলার আসামি গ্রেপ্তার

  প্রতিনিধি ৮ জুলাই ২০২৪ , ৭:০৯:২৪ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে স্বর্ণালঙ্কার চুরি মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট মোড় এলাকা থেকে স্বর্ণচুরির মামলার আসামি সঞ্জয় দেবনাথকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছে থেকে ৪ ভরি ১ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

রবিবার (৭ জুলাই) দিবাগত রাত আড়াইটায় তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার হামিদ জানান, গত ২৩ জুন সঞ্জয় দেব নাথের বাসায় কাজের জন্য আসে সঞ্জয় দেবনাথ। এরপর ২৬ জুন সঞ্জয় আবার কুমিল্লায় ফিরে যায়।

পরে সঞ্জয় তার আলমারি খুলে দেখে তার স্বর্ণালঙ্কার নেই। পরে তিনি থানায় অভিযোগ দিলে গতকাল অভিযান চালিয়ে সঞ্জয়কে দেওয়ানহাট মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৪ ভরি ১ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

আরও খবর

Sponsered content