প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২৩ , ৩:৫৩:৩০ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস এলাকায় অভিযান চালিয়ে উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সারোয়ার উদ্দিন সেলিমকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেফতার হওয়া সারোয়ার উদ্দিন সেলিম চট্টগ্রামের মীরসরাই থানাধীন মিটানালা এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে।
সারোয়ার উদ্দিন সেলিমের বিরুদ্ধে মীরসরাই, জোরারগঞ্জ, ফেনী সদর মডেল থানা এবং চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানায় সরকারী সম্পত্তির ক্ষতিসাধন, বেআইনি সমাবেশ, নাশকতা, হত্যাচেষ্টাসহ সর্বমোট ৯টি মামলা রয়েছে বলে র্যাব জানিয়েছে। তাছাড়া ৮ নভেম্বর চট্টগ্রাম জেলার মীরসরাই এলাকায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, ভাংচুর, অগ্নি সংযোগসহ নাশকতা সৃষ্টি মামলায়ও তালিকাভূক্ত আসামী।