চট্টগ্রাম

চট্টগ্রাম ইপিজেডে ইলেকট্রনিক্স কারখানায় আগুন

  প্রতিনিধি ১৮ জুন ২০২৫ , ৬:৩২:৫৫ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম ইপিজেডে ইলেকট্রনিক্স কারখানায় আগুন

চট্টগ্রামের ইপিজেডের (সিইপিজেড) ৭নম্বর সেক্টরে অবস্থিত ইলেকট্রনিক্স যন্ত্রাংশ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওপি-সিড কোম্পানি বিডি লিমিটেড-এর ওয়েস্টেজ হলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ জুন) সকালে এই দুর্ঘটনার সূত্রপাত হয় বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে।

ইপিজেড ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার শিশির আহমেদ জানান, আগুন লাগার খবর পেয়ে সকাল ১১টা ১৭ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। মাত্র ২৫ মিনিটের চেষ্টায়, অর্থাৎ ১১টা ৪২ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। এরপর বেলা ১২টা ২০ মিনিটে নির্বাপনের কাজ সম্পন্ন হয়।

শিশির আহমেদ আরও জানান, প্রাথমিকভাবে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সময়মতো পদক্ষেপের ফলে প্রায় ১ লাখ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। আগুন মূলত কারখানার ওয়েস্টেজ অংশেই সীমাবদ্ধ ছিল, তাই উৎপাদন ইউনিট ক্ষতিগ্রস্ত হয়নি। সিগারেটের উচ্ছিষ্টাংশ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

আরও খবর

Sponsered content