প্রতিনিধি ১৩ সেপ্টেম্বর ২০২০ , ৭:৩৩:৪৯ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ব্যুরো : নগরীর ইপিজেড থানাধীন আকমল রোড খালপাড় এলাকা থেকে মোঃ রবিউল ইসলাম (২২) নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে র্যাব-৭। শনিবার সন্ধায় গ্রেপ্তারকৃত আসামী তার বন্ধুর অনুপস্থিতিতে বন্ধুর শিশুকন্যাকে জিম্মি করে তার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে ভিডিও ধারণ করে। পরবর্তীতে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আরো কয়েকবার জোরপূর্বক ধর্ষণ করে করে বলে দুপুরে গণমাধ্যমকে জানান র্যাব-৭ এর মিডিয়া অফিয়ার মাহমুদুল হাসান মামুন। তিনি আরো বলেন, ধর্ষণের শিকার নারী র্যাব-৭ এ অভিযোগ করলে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেন। পরে গ্রেফতারকৃত আসামীকে ইপিজেড থানায় স্থানন্তর করলে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়।