প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৫ , ৭:৩৭:০৯ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হতে যাওয়া তিনদিনব্যাপী আইটি ফেয়ার উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম চেম্বার ও সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনাল (এসসিআইটিপি)। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বারের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চিটাগাং চেম্বার এবং সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনাল (এসসিআইটিপি)-এর যৌথ উদ্যোগে এই ফেয়ার আয়োজিত হয়ে আসছে। ২০১৭ সাল থেকে আমরা ইতোমধ্যে ৫টি আইটি ফেয়ার সফলভাবে আয়োজন করেছি। এরই ধারাবাহিকতায় আগামী ১৮-২০ (শনিবার-সোমবার) এই “৬ষ্ঠ চট্টগ্রাম আইটি ফেয়ার অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ১১ টায় বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী প্রধান অতিথি হিসেবে আইটি ফেয়ার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন ও জেলা প্রশাসক ফরিদা খানম।
সংবাদ সম্মেলনে জানানো হয় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে। যাতে দর্শনার্থীরা বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন। মেলায় দেশী-বিদেশী ৪০টি প্রতিষ্ঠান প্রায় ৬০টির মত স্টল নিয়ে অংশগ্রহণ করবে। চট্টগ্রামে এটিই প্রথম আইটি সল্যুশন বেইজড মেলা হিসেবে ২০১৭ সালে যাত্রা শুরু করে এখন পর্যন্ত অত্যন্ত সফলভাবে আয়োজিত হচ্ছে। ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের পাশাপাশি ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ভিত্তিক আইটি ও সল্যুশন বেইজড প্রতিষ্ঠান এবারের আইটি ফেয়ারে অংশগ্রহণ করছে।
মেলায় প্লাটিনাম স্পন্সর হিসেবে থাকছে এফ-ফাইভ, গোল্ড স্পন্সর হিসেবে থাকছে আই ভ্যালু এবং সিলভার স্পন্সর হিসেবে থাকছে সফোস এবং স্টারটেক এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, টেকনোলজি পার্টনার হিসেবে থাকছে লিংক থ্রি মেলা প্রাঙ্গণে তারা ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা করবে। এছাড়া সাইবার সিকিউরিটি পার্টনার হিসেবে অংশগ্রহণ করছে বিটলস সাইবার সিকিউরিটি লিমিটেড। ক্লাউড পার্টনার হিসেবে থাকছে কোলোশিয়া।
এ বছর মেলায় হসপিটালিটি পার্টনার হিসেবে বিশেষভাবে অংশগ্রহণ করছে বেস্ট ওয়েস্টার্ণ-চট্টগ্রাম। প্রণোদনামূলক কর্মকান্ডের জন্য স্টার্টআপ-চট্টগ্রাম এবং ডি-ইঞ্জিনিয়ার্সকে বিনামূল্যে একটি করে স্টল বিশেষভাবে বরাদ্দ দেয়া হয়েছে। প্রদর্শনীর পাশাপাশি প্রতিবারের মত এবারও মেলাকে কেন্দ্র করে প্রতিদিন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিভিন্ন সেমিনার আয়োজন থাকছে।