প্রতিনিধি ১২ আগস্ট ২০২৪ , ৬:০১:২৫ প্রিন্ট সংস্করণ
দীর্ঘ একসপ্তাহজুড়ে পুলিশ ছাড়া দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের সময়কালে পুলিশের অন্যতম উইং ট্রাফিকেরও দেখা মেলেনি নগরীতে।
সোমবার (১২ আগষ্ট) চট্টগ্রাম নগরীর বেশ কয়েকটি সড়কের মোড়ে দেখা মিলেছে ট্রাফিক পুলিশের। সাথে যথারীতি শিক্ষার্থীদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে। প্রাথমিকভাবে নগরের আগ্রাবাদ, টাইগারপাস, লালখানবাজার, জিইসি মোড় এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রন করতে দেখা গেছে ট্রাফিক পুলিশকে। ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে দেখে অনেক পথচারীরা তাদেরকে স্বাগত জানান। এতে খুশি হয়েছেন পথচারীরাসহ জনসাধারণ।
ট্রাফিক পুলিশের অনুপস্থিতি গত কয়েকদিন সড়কের বিশৃঙ্খলা ঠেকাতে ও ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। তবে সোমবার সকালে চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে দেখা মিলেছে ট্রাফিক পুলিশের।
এর আগে রোববার (১১ আগষ্ট) দামপাড়া পুলিশ লাইনসের কমিশনারে কার্যালয়ে আয়োজিত সভায় সি এমপি কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পুলিশের সাথে সমন্বয় করে কাজ করবে। আমি দেখেছি, শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম করে ট্রাফিক নিয়ন্ত্রনের চেষ্টা করছে। তাদের এ কাজ অতি প্রশংসনীয়। খুব শীঘ্রই সড়কে ট্রাফিকব্যাবস্থা নিয়ন্ত্রনে পুলিশ কাজ শুরু করবে। তাদের সাথে একজন করে শিক্ষার্থী প্রতিনিধিও থাকবেন। পুলিশ সদস্যরা পোশাক পরিহিত অবস্থায় দায়িত্ব পালন করবেন।
নগরীর ওয়াসা মোড়ে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ সদস্য (সার্জেন্ট) গনমাধ্যমকে জানান, বেশ কয়েকদিন পর দায়িত্বে ফিরছি। শিক্ষার্থীরা আমাদেরকে সহায়তার করছেন।