চট্টগ্রাম

চট্টগ্রাম পিআইডি’তে অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা

  প্রতিনিধি ২০ মার্চ ২০২৫ , ৭:৪২:৫৯ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম পিআইডি’তে অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা

আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি চট্টগ্রামের উদ্যোগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২৫ এর আওতায় সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৯ মার্চ) পিআইডির সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় চট্টগ্রাম পিআইডির উপপ্রধান তথ্য অফিসার মো. সাঈদ হাসানের সভাপতিত্বে ও তথ্য অফিসার জি.এম সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী।

এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মহেন্দ্র চাকমা, চট্টগ্রাম জেলা তথ্য অফিসের সহকারি পরিচালক মো.বোরহান উদ্দিন, দৈনিক ভোরের দর্পণের ব্যুরো প্রধান আবু তাহের, দৈনিক আজকের দর্পণের ব্যুরো প্রধান রাহুল সরকার, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সহ-সম্পাদক দেবজ্যোতি চক্রবর্তীসহ প্রমুখ।

সভায় সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা, জবাবদিহিতা, ভিডিও মাল্টিমিডিয়া, বাজারদর, সাংবাদিকদের প্রশিক্ষণ, অভিযোগ প্রতিকার ও পিআইডি কার্যক্রম বিষয়ে বক্তব্য প্রদান করেন উপপ্রধান তথ্য অফিসার মো. সাঈদ হাসান। তিনি পিআইডির প্রদানকৃত সেবার মান আরো কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে সাংবাদিকদের থেকে বিভিন্ন মতামত গ্রহণ করেন। পিআইডির কার্যক্রমকে আরো বেশি গ্রহণযোগ্য প্রশিক্ষণ প্রদান, মেইলে ও সাংবাদিক গ্রুপে ফটো কভারেজের পাশাপাশি ভিডিও ক্লিপ সংগ্রহের বিষয়ে বক্তারা দাবি করেন।তবে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার সংবাদ আরো দ্রুত সময়ে সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে উপস্থিত সাংবাদিকরা প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও খবর

Sponsered content