চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা দেবু গ্রেপ্তার

  প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৪ , ৫:৩৯:১৬ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা দেবু গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবুকে গ্রেপ্তার করেছে সিএমপির বন্দর থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া দেবাশীষ পাল দেবু চট্টগ্রামের বন্দর এলাকার বাসিন্দা হরেন্দ্র বিজয় পালের ছেলে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে নগরের বন্দর থানাধীন মাইলের মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, ‘যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে আমরা বিস্তারিত জানাবো।’

আরও খবর

Sponsered content