প্রতিনিধি ২০ মার্চ ২০২৫ , ৭:৩৬:৩১ প্রিন্ট সংস্করণ
গত বছর ৫ আগস্ট সরকার পতনের পর থেকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম টিটু আত্মগোপনে থাকায় ইউনিয়ন পরিষদে অনুপস্থিতির কারণে পরিষদে জনসেবাসহ সাধারণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। জন্ম নিবন্ধন, ওয়ারিশ সনদ, প্রত্যয়নপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র নিতে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে জনসাধারণ।
এমতাবস্থায় বরমা ইউনিয়ন পরিষদে জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা।
গত বৃহস্পতিবার (১৩ মার্চ) চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম এর স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
চিঠির বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন জানান, “বরমা ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। আগামী রবিবার এসিল্যান্ড আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণ করবেন।”