চট্টগ্রাম

চন্দনাইশে অবৈধ সেগুন কাঠ জব্দ

  প্রতিনিধি ৪ নভেম্বর ২০২৪ , ৩:৪১:৪৮ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশে অবৈধ সেগুন কাঠ জব্দ

চট্টগ্রামের চন্দনাইশে বনবিভাগের অভিযানে প্রায় ৩৩ দশমিক ৫৮ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।

রোববার সকাল ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কাঠ পাচারের খবর পেয়ে উপজেলার ধোপাছড়ি ইউনিয়নে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের দোহাজারী রেঞ্জের সাঙ্গু বন বিটের আওতাধীন গোলার পাহাড় তিন রাস্তার মোড় এলাকায় সাঙ্গু বিট অফিসার সুদত্ত চাকমা সঙ্গীয় স্টাফ নিয়ে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে ১৫ টুকরা (৩৩.৫৮ ঘনফুট) সেগুন গোলকাঠ উদ্ধার করে। এসময় পাচারকাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

বনবিভাগের দোহাজারী রেঞ্জ কর্মকর্তা মো. রেজাউল করিম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “কাঠ উদ্ধার করা হলেও পাচারে জড়িত কাউকে পাওয়া যায়নি। এবিষয়ে আপাতত ইউডিআর মামলা করা হবে। পরবর্তীতে আসামি শনাক্ত করা গেলে পিওআর মামলা করা হবে।”

আরও খবর

Sponsered content