চট্টগ্রাম

চন্দনাইশে ইউএনও এবং ভূমি অফিস পরিদর্শনে বিভাগীয় কমিশনার

  চন্দানাইশ প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৫ , ৮:১৭:০৮ প্রিন্ট সংস্করণ

চন্দনাইশে ইউএনও এবং ভূমি অফিস পরিদর্শনে বিভাগীয় কমিশনার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দীন।

বুধবার (৮ অক্টোবর) সরকারি সফরে বান্দরবান যাওয়ায় প্রাক্কালে দুপুরে তিনি এ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার চন্দনাইশ ইউএনও অফিস এবং ভূমি অফিসের কার্যক্রম ঘুরে দেখেন। এসময় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় কন্যা শিশু দিবসের অনুষ্ঠানে শিশুদের সাথে কেক কাটেন এবং সবার উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, “বর্তমানে মেয়েরা শিক্ষা দীক্ষায় অনেক এগিয়ে যাচ্ছে। তাদের এই অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে আমাদেরকে এগিয়ে আসতে হবে।”

পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় পরিদর্শন করেন এবং আগত সেবাপ্রার্থীদের সাথে জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন এবং কার্যালয়ের রেকর্ডপত্র, ফাইলপত্র পরীক্ষা করেন। 

এ সময় কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং ভবিষ্যৎ কাজের জন্য লক্ষ্য নির্ধারণ করার পাশাপাশি ভূমি সেবা নিতে আসা সাধারণ জনগণ যেন হয়রানির শিকার না হন তা নিশ্চিত করার নির্দেশনা দেন।

এসময় উপস্থিত ছিলেন- চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, কৃষি অফিসার কৃষিবিদ মো. আজাদ হোসেন, থানা অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভুঁইয়া, ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমিত ভট্টাচার্য, মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া সহ ইউএনও এবং ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।

আরও খবর

Sponsered content